ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ বাধাচ্ছে

2
Spread the love

অনলাইন ডেস্ক।।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সরকার তাঁর দেশের বিরুদ্ধে যুদ্ধ বাধাচ্ছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজটি দক্ষিণ আমেরিকার এই দেশটির দিকে পাঠানোয় উত্তেজনা বেড়েছে। এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে। নিকোলাস মাদুরোর সরকারকে ক্ষমতাচ্যুত করার জল্পনা শুরু হয়েছে।

মাদুরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন যুদ্ধ শুরু করছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের রণতরীতে ৯০টি পর্যন্ত যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকতে পারে। ট্রাম্প মাদুরোকে কোনো প্রমাণ ছাড়াই সংগঠিত অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’র নেতা বলে অভিযুক্ত করেছেন। মাদুরো এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভেনেজুয়েলায় কোকেন পাতা উৎপাদন হয় না। ‘ট্রেন দে আরাগুয়া’ চুক্তিবদ্ধ খুন, চাঁদাবাজি এবং মানব পাচারের জন্য পরিচিত। খবর রয়টার্স ও এএফপির

নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ক্ষমতায় রয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালের এপ্রিলে বিশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। ওই বছরের ১৯ এপ্রিল শপথ নেন। সব মিলিয়ে তিনি প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। সর্বশেষ গত বছরের জুলাইয়ে নির্বাচনে জয়লাভ করে তিনি তাঁর তৃতীয় মেয়াদ শুরু করেছেন। এই নির্বাচনে কারচুপির অভিযোগে মাদুরোর পদত্যাগ দাবি করেছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএর অভিযানের অনুমোদন দিয়েছেন। তিনি দেশটিতে মাদক চক্রের বিরুদ্ধে স্থল হামলার কথাও ভাবছেন। গত ২ সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী মাদক পাচারের অভিযোগে ১০টি নৌকায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এবং আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা বলছেন, এ হামলাগুলো আইন লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।

এর জবাবে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাদ্রিনো লোপেজ উপকূল রক্ষায় সামরিক মহড়া শুরু করেছেন। তিনি বলেছেন, এই মহড়া বড় আকারের সামরিক হুমকি এবং দেশকে অস্থিতিশীল করার গোপন অভিযান থেকে রক্ষা করবে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন উপকূলীয় রাজ্যগুলোতে সামরিক সদস্য মোতায়েনের দৃশ্য দেখিয়েছে।

ওয়াশিংটন গত আগস্ট থেকে মাদকবিরোধী অভিযানের জন্য নৌবাহিনীর আটটি জাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। কারাকাস মনে করে, এর আড়ালে মাদুরো সরকারকে উৎখাত করার পরিকল্পনা রয়েছে। মাদুরো বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। লোপেজ আক্রমণের উস্কানি দিচ্ছেন বলে মাদুরোর অভিযোগ। লোপেজ ২০২০ সাল থেকে স্পেনে নির্বাসিত। তিনি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েন সমর্থন করেছেন। এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং তাঁর পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।