বদলি করা ভিনির ক্ষোভের জবাবে যা বললেন আলোনসো

1
Spread the love


স্পোর্টস ডেস্ক।।
এল ক্লাসিকোয় গোল পাননি ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু রিয়াল মাদ্রিদের জয়সূচক গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ও বার্সেলোনার রাইটব্যাক জুল কুন্দেকে রীতিমতো ছন্ন ছাড়া করে দেন।

রোববার লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দলের ৭ নম্বর জার্সিধারী ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। গোলের জন্য নয়, বরং বদলি হওয়ার পর তার আচরণের জন্য।

মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম গোল করলেও ভিনির মাঠের বাইরের আচরণই ছাপিয়ে যায় সেই সবকিছু। ৭১ মিনিটে কোচ জাবি আলোনসো তাকে বদলি করে মাঠে নামান স্বদেশি রদ্রিগোকে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভিনিসিয়ুস সরাসরি চলে যান ড্রেসিং রুমে, স্পষ্টভাবেই প্রকাশ করেন নিজের অসন্তোষ।

ম্যাচ শেষে সাংবাদিকরা এ প্রসঙ্গে প্রশ্ন করলে আলোনসো বলেন, ‘ভিনির ব্যক্তিত্ব এটি? একটি দলের ভেতর নানা রকম চরিত্র থাকে। এখন আমরা জয় উপভোগ করছি, তবে অবশ্যই ওর সঙ্গে পরে কথা হবে।’

আলোনসোর সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্ক শুরু থেকেই কিছুটা টানাপোড়েনের। গত মে মাসে আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশিরভাগ ম্যাচেই তিনি ভিনিকে বদলি করে তুলেছেন। তবুও মনে হচ্ছে, এমবাপ্পে ও ভিনিসিয়ুস-এই দুই তারকাকে একসঙ্গে কার্যকর করার সঠিক ভারসাম্য এখন তিনি খুঁজে পেয়েছেন, যারা গত মৌসুমে একসঙ্গে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না।

ম্যাচে ভিনিসিয়ুস ছিলেন সর্বদা আক্রমণাত্মক। ছুটেছেন, লড়েছেন, দর্শকদের উৎসাহিত করেছেন। প্রথমার্ধের ৪২তম মিনিটে তার উড়ন্ত ক্রস থেকেই শুরু হয় গোলের ধারা-হেডে বল বাড়ান এদের মিলিতাও ও ডিন হুইসেন, আর কাছ থেকে ফিনিশ করেন বেলিংহাম।

কিছুক্ষণ পর আবারও এক দারুণ মুভ তৈরি করেন ভিনি, যখন কর্নার ফ্ল্যাগের কাছে ফ্রেংকি ডি ইয়ংকে বোকা বানিয়ে বল বাড়ান এমবাপ্পেকে, যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বদলি হওয়ার পরও ভিনির উত্তেজনা কমেনি। ম্যাচের শেষ মুহূর্তে পেদ্রির লাল কার্ডের পর যখন উত্তেজনা চরমে, তখন আবার মাঠে ফিরে আসেন তিনি এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন-সতীর্থদের হস্তক্ষেপে তখন পরিস্থিতি শান্ত হয়।