প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে টাইগারদের একাদশ

2
Spread the love


স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ভেন্যু বদলে চট্টগ্রামে, যেখানে উইকেট থাকবে স্পোর্টিং-ব্যাট-বলের লড়াই উপভোগ্য হতে পারে।

স্পিন সহায়ক মিরপুরের বিপরীতে, চট্টগ্রামের উইকেটকে মাথায় রেখে বাংলাদেশ একাদশে দুই পেসার ও তিন স্পিনারের সংমিশ্রণ দেখতে পারে। সেক্ষেত্রে পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, আর স্পিন আক্রমণে শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ থাকবেন প্রধান ভরসা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মও টাইগারদের পক্ষে-ফরম্যাটটিতে তারা টানা চারটি সিরিজ জিতেছে। যদিও এশিয়া কাপে সুযোগ পেয়েও পাকিস্তান ও ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত ফল পায়নি দলটি।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে কঠিন সময় পার করছে। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত টানা সাতটি সিরিজে হেরেছে ক্যারিবীয়রা; সর্বশেষ পরাজয় এসেছে নেপালের বিপক্ষে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।