নিজ বাড়িতে নারী ক্রীড়াবিদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস শহরে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে জুজুৎসু খেলোয়াড়, মার্শাল আর্ট কোচ ও ৮ম এশিয়ান চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী রোহিনী কালামকে। ২৮ বছর বয়সী এই ক্রীড়াবিদকে তার বোন রোশনি ঝুলন্ত অবস্থায় খুঁজে পান। সেসময় পরিবারের অন্য কেউ বাড়িতে ছিলেন না।

স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

রোহিনীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিনীর বোন রোশনি জানান, সম্প্রতি তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন, যা তার কর্মস্থল সম্পর্কিত। আস্তার একটি স্কুলে মার্শাল আর্ট কোচ হিসেবে কাজ করতেন রোহিনী, আর সেখানকার প্রশাসনিক জটিলতা ও হয়রানিতে তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন বলে দাবি করেন রোশনি।

রোশনি বলেন, ‘ও নিজের চাকরি নিয়ে খুব চিন্তিত ছিল। স্কুলের শিক্ষকরা ও প্রিন্সিপাল ওকে খুব কষ্ট দিচ্ছিলেন। ফোনে ওর কথা বলার ধরন থেকেই আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা চলছে।’

শনিবার রোহিনী আস্তা থেকে নিজ শহর দেওয়াসে ফেরেন। পরদিন সকালে নিয়মিত চা-নাস্তা সেরে কারও সঙ্গে ফোনে কথা বলেন এবং নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে মা ও বোন মন্দির থেকে ফিরে এসে ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং রোহিনীর কর্মস্থলের সহকর্মী ও স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।