থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হার মেয়েদের

3
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

বড় ব্যবধানে হেরে থাইল্যান্ড সফর শেষ করেছে বাংলাদেশ নারী দল। সোমবার থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে ৫-১ গোলে হার মানে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল ঋতুপর্ণা-তহুরারা।

ফিফা র‍্যাঙ্কিংয়েও ব্যবধান বিশাল-বাংলাদেশের অবস্থান ১০৪তম, আর থাইল্যান্ড ৫৩তম। মাঠেও প্রতিফলিত হয় সেই পার্থক্য। মার্চে অনুষ্ঠিতব্য উইমেন’স এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতা তুলে ধরে।

শুরুটা ছিল লড়াকু। প্রথম দশ মিনিটে বল দখলে ও আক্রমণ তৈরিতে থাইল্যান্ডের সমকক্ষ ছিল বাংলাদেশ। কিন্তু ১২তম মিনিটে হাই-লাইন ডিফেন্সের ভুলে গোল খায় দল। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে যান অধিনায়ক সোয়ালাক পেঙ্গনাম। রুপনা চাকমার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন তিনি।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় জিরাপর্ন মঙ্গকোলদের গোলে। নিজেদের অর্ধ থেকে লং পাস ধরে চিপ শটে জাল খুঁজে নেন তিনি।

২৮তম মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে ব্যবধান কমান শামসুন্নাহার জুনিয়র। মনিকা চাকমার নেওয়া কর্নারে লাফিয়ে ওঠা শামসুন্নাহারের হেড পোস্ট ঘেঁষে জালে প্রবেশ করে। ম্যাচে এটাই ছিল বাংলাদেশের একমাত্র উজ্জ্বল মুহূর্ত।

এরপর ৩৫তম মিনিটে আবারও রক্ষণের ভুলে গোল খায় দল। আফঈদা ও শামসুন্নাহার সিনিয়রের মধ্যে ফাঁক খুঁজে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন মাদিসন কাস্তিন।

প্রথমার্ধে আরও একটি গোল রুখে দেন গোলরক্ষক রুপনা চাকমা। অধিনায়ক পেঙ্গনামের কাছাকাছি শটটি পা বাড়িয়ে ঠেকিয়ে দেন তিনি।

বিরতির পরও রক্ষণে ভুল থেকে যায় বাংলাদেশের। ৫৪তম মিনিটে মাদিসনের উঁচু শট রুপনার মাথার উপর দিয়ে জালে জড়ায়। চার মিনিট পর পেনাল্টি থেকে জিরাপর্ন করেন তার দ্বিতীয় গোল, ব্যবধান দাঁড়ায় ৫-১।

শেষ দিকে থাইল্যান্ডের আক্রমণ সামলে রাখলেও ব্যবধান আর কমাতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে বড় জয়ে সিরিজ সম্পন্ন করে স্বাগতিকরা।