কেন চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিটনেস কোচ কেলি

2
Spread the love


স্পোর্টস ডেস্ক

চাকরি ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস কোচ নাথান কেলি। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। দায়িত্ব শেষ হওয়ার ৬ মাস আগেই পদত্যাগ করলেন কেলি।

মূলত, পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছেড়েছেন কেলি। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় থাকা নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে চান তিনি। তাদের পাশে কেলি ছাড়া আর কেউ থাকার নেই।

কেলি সন্তানের বাবা হন গত মাসে, এশিয়া কাপ চলাকালে। তখন স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছিলেন তিনি। ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি এই ফিটনেস বিশেষজ্ঞ। ছিলেন না আমিরাতে আফগানিস্তান এবং মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

কেলির অবর্তমানে বাংলাদেশ দলের ট্রেনারের দায়িত্বে আছেন ইফতেখার রহমান ইফতি। আয়ারল্যান্ড সিরিজেও ইফতিই দলের সঙ্গে থাকবেন। আগামী বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হয়তো নতুন ট্রেনার নিয়োগ দেবে বিসিবি।

প্রসঙ্গত, গত বছরের ১৫ এপ্রিল দুই বছরের চুক্তিতে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন কেলি। জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেসে উন্নতিতে কেলি কিছু নতুনত্ব এনেছিলেন তিনি। প্রচলিত ‘বিপ টেস্ট’ বাদ দিয়ে তিনি দেড় হাজার মিটারের বেশি দূরত্বে টাইম ট্রায়াল দৌড়ের মাধ্যমে ফিটনেস মূল্যায়ন করতেন। মিরপুরে শর্ট রানিং (স্প্রিন্ট), ইন্টারভাল রানিং ও টেম্পো রানিংয়ের মতো আধুনিক পদ্ধতিতেও খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন এই ট্রেনার।