সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রের ফুট টেইলরে বাঘের বিচরণ

20
Spread the love


মোংলা প্রতিনিধি
সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রের ফুট টেইলরে দেখা গেছে বাঘের বিচরণ। শনিবার সকালে বনের অভ্যন্তরের ফুট টেইলরে বাঘটি দেখতে পান বনপ্রহরীরা। এরপর তারা হাঁকডাক দিতে থাকেন, এক পর্যায়ে বাঘটি ফুট টেইলর থেকে নেমে বনের গহীনে চলে যায়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট টেইলরে একটি বাঘ দেখতে পান। পরে তারা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি বনের ভিতরে চলে যায়। তিনি আরো বলেন, আগেই থেকে বনের হাড়াবাড়ীয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়ীয়ার দিঘির পাড়ে প্রায় বাঘের বিচরণ দেখা যায়।
তবে এবার দেখা গেছে ফুটটেইলরে (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ)। এর আগে কখনও এভাবে কোন ফুট টেইলরে বাঘ দেখা যায়নি বলেও জানান তিনি। তবে প্রায়শই বনের বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে। যার মানে হচ্ছে বনে বাঘের সংখ্যা বাড়ছে।

টপ========১
পশ্চিমবঙ্গে ফের মেডিকেল শিক্ষার্থী ধর্ষণের শিকার
খুলনাঞ্চল ডেস্ক
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের দুর্গাপুরের শোভাপুর এলাকার এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছেন একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী। শুক্রবার রাতে হাসপাতাল ক্যাম্পাসের পেছনের জঙ্গলে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীটি প্রতিবেশী রাজ্য ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ শিক্ষার্থীর সঙ্গীক জিজ্ঞাসাবাদ করছে। হাসপাতালে ধর্ষিতা শিক্ষার্থীকে দেখে গেছে জাতীয় মহিলা কমিশন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত বলেন, বিষয়টি সংবেদনশীল। তাই সবদিক মাথায় রেখে ঘটনার তদন্ত চলছে। তথ্য হাতে আসামাত্রই জানানো হবে।
দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগে রাজ্যের স্বাস্থ্য দফতর ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। ঠিক কী ঘটেছে, কীভাবে এই ঘটনা ঘটল– এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ধর্ষণের ঘটনা এবং নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য বিরোধীদের তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছে। গত জুলাই মাসে কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজের ক্যাম্পাসে একজন আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। এই ঘটনাটি শহরজুড়ে ক্ষোভের জন্ম দেয়।
এর আগে গত বছরের আগস্টে কলকাতার বিখ্যাত আরজি কর মেডিকেল কলেজের ভেতরে ২৬ বছর বয়সী একজন পড়ুয়া নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। তার আঘাতের ধরণ যে নৃশংসতার ইঙ্গিত দেয় তাতে সমগ্র পশ্চিমবঙ্গ এবং তার বাইরেও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যসেবা কর্মীদের কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী বিক্ষোভ হয়।
বিজেপি বলেছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেসকে জবাবদিহি করতে হবে, নাহলে নারীরা ভয়ের মধ্যে বাস করতে থাকবে।