ভারতের বিপক্ষে ব্যাট হাতে এবার কিছুটা দৃঢ়তা উইন্ডিজের

6
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

ভারত সফরে গিয়ে ব্যাটিংয়ের ভগ্নদশা বেরিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজের। সফরের প্রথম টেস্টের দুই ইনিংসে দেড় শ রানের আশেপাশে অলআউট হয়ে হার দেখেছে মাত্র আড়াই দিনে। দ্বিতীয় টেস্টেও রানপাহাড়ে চাপা পড়েছে ক্যারিবিয়ানরা। তবে এবার ব্যাটিংয়ে কিছুটা দৃঢ়তা দেখিয়েছে তারা।

দিল্লিতে প্রথম ইনিংসে ভারতের করা ৫১৮ (৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা) রানের জবাবে ৪ উইকেটে ১৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে এখনো ৩৭৮ রানে পিছিয়ে তারা। তবে প্রথম টেস্টের মতো যে আড়াই দিনে ম্যাচ তারা হারবে না, এইটুকু নিশ্চিত।

২ উইকেটে ৩১৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। এদিন ব্যক্তিগত ১৭৫ রানের মাথায় শুভমান গিলের সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল। তাতে অবশ্য ভারতের বড় ক্ষতি হয়নি। শুভমান এবং নীতীশ কুমার রেড্ডির জুটি নির্ভরতা দেয় দলকে। নীতীশ আগের টেস্টে ব্যাট করার সুযোগ পাননি। এ বার তাকে পাঠানো হয় পাঁচ নম্বরে। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রানের ইনিংস। ভালো খেললেন ধ্রুব জুরেলও। তরুণ উইকেটরক্ষক-ব্যাটার করলেন ৪৪। শুভমান অপরাজিত থাকলেন ১২৯ রান করে। টেস্টে দশম শতরান করলেন তিনি। অধিনায়ক হিসাবে টেস্টে পাঁচটি শতরান হয়ে গেল ২৬ বছরের ব্যাটারের। জুরেল আউট হতেই ডিক্লেয়ার করে দেন শুভমান।

দিনের শেষভাগে ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যয়ে ফেলতেই ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে মোটামুটি মন্দ ব্যাটিং করেননি তারা। যদিও সেট হয়েও উইকেটে স্থায়ী হতে পারেননি ত্যাগনারায়ণ চন্দরপল জন ক্যাম্পবেলরা। ত্যাগনারায়ণ ৩৪ ও আলিক আথানেজ ৪১ রান করে আউট হয়েছে। ৩১ রানে অপরাজিত আছেন শেই হোপ। রোস্টন চেজ রানের খাতা খোলার আগে আউট হলেও ১৪ রানে অপরাজিত টেভিন ইলমাচ।