ঢাকা অফিস
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছিলেন শায়রুল কবির।
বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। ঠিক কী কারণে তিনি হঠাৎ সমাধি জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না।
একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর সমাধি জিয়ারত করছেন-অস্বাভাবিক কিছু না।
আরেকজনের ভাষ্য, মুক্ত হওয়ার পর তিনি একবার না গেলেও হঠাৎ করে আজ যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ সমােিধ আসা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বুধবার রাতে হঠাৎ করেই বেগম জিয়া তার স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। তখন সবার তাৎক্ষণিক ব্যবস্থাপনায় যুক্ত হয়ে চন্দ্রিমা উদ্যানে আসার উদ্যোগ নেন।
তিনি মনে করেন, বেগম জিয়ার এই জিয়ারতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
বেগম জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।
জিয়াউর রহমানের সমাধি জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরারা ছিলেন।










































