স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ঘোষিত ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত। এটি কেবল বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তির চিন্তা-ভাবনার মিশ্রণ। এই কর্মসূচি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করেছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগকালে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিনি বলেন, ৩১দফা দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার একটি মডেল হতে পারে, যা দেশকে এগিয়ে নেওয়ার একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে। এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে, যেখানে আগামী দশকের মধ্যেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।
৩১ দফার মুল লক্ষ গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন। এতে জাতীয় ঐক্যের ভিত্তি রচনা করে জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ বাবু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানা বিএনপি’র সভাপতি কে.এম. হুমায়ুন কবির, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, একরামুল কবির মিল্টন, শহিদ খান, আফসার উদ্দিন মাস্টার, কাজী জলিল, কাজী নজরুল ইসলাম, মাহমুদ আলম বাবু মোড়ল, মনিরুজ্জামান মনি, শফিকুল আলম জোয়াদ্দার জলি, মোঃ হাবিবুর রহমান, মাসুদুল হক হারুন, শেখ আজিজুর রহমান, আবুল ওয়ারা, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, কামরুজ্জামান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মনজুরুল আলম, বাইজিদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, আমিন আহমেদ, শওগতুল আলম সগীর, মোল্লা নুরুল ইসলাম, জামাল তালুকদার, আহসান মৃধা খোকন, আহসান হাবিব বাবু, মিজানুর রশিদ মিজান, জামির হোসেন দীপু,কাদের মল্লিক, বক্কার মীর, সৈয়দ আজাদ, শেখ মনিরুল ইসলাম, শেখ মেহেদী হাসান লিটন, বাবুল রানা, শেখ সারোয়ার, শামীম আজাদ খান, একে সেলিম, মইনুল ইসলাম কিরণ, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, জিয়াউর রহমান খান আপন, রমজান খলিফা, সৈকত চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন খান, আমিন আহমেদ, হাসিবুর রহমান, রিয়াজুল কবির, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন আমিন আহমেদ মিঠু, মনিরুজ্জামান মনি, নাসরিন হক শ্রাবণী, কামরুন নাহার হেনা, মুন্নি জামান, রমজান আলী প্রমুখ।কর্মসূচিটি পিকচার প্যালেস মোড় থেকে শুরু হয়ে আখতার চেম্বার মার্কেট, সিটি চেম্বার, নূর চেম্বার, এ কে টাওয়ার, এশা চেম্বার, হাজী মালেক মার্কেট, খুলনা শপিং কমপ্লেক্স ও খেলাধুলা মার্কেট অতিক্রম করে পুনরায় পিকচার প্যালেস মোড়ে গিয়ে সমাপ্ত হয়।










































