২৬তম ওভারে এক শ পার করল বাংলাদেশ

5
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

সফল টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে মিশনে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ আবুধাবিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে টাইগাররা। ম্যাচে ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর নিজেদের গুটিয়ে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। শতরান পার করতে খেলতে হয়েছে ২৫ ওভারেরও বেশি।

ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর আভাসই দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত সাইফ হাসান। তবে দলীয় ১৮ রানে তানজিদ ও ২৫ রানে শান্তর বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ভালোই খেলছিলেন টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো সাইফ ও হৃদয়। পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলে ফেলে টাইগাররা। তবে দলের চাপ বাড়িয়ে দলীয় ৫৩ রানে বিদায় নেন সাইফও। ৩৭ বলে ৪টি চারে ২৬ রান করেছেন তিনি।

দ্রুত ৩ উইকেট হারিয়ে বড় শট খেলা থেকে নিজেদের গুটিয়ে নেয় বাংলাদেশ। ধীরগতির জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারের প্রথম বলে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১২০। উইকেটে হৃদয় ৪৪ রানে ও মিরাজ ৩৫ রানে অপরাজিত আছেন। জুটি থেকে এরই মধ্যে এসেছে ৬৭ রান।

চলতি বছর বাংলাদেশ ওয়ানডে খেলেছে ছয়টি, তবে শেষ ম্যাচ ছিল জুলাইয়ে। কিন্তু শেষ ছয় ম্যাচে চারটিতে হেরেছে এবং জিতেছে কেবল একটি। বাংলাদেশের সামনে আজ তাই ঘুরে দাঁড়ানোর মিশন।