বিনোদন ডেস্ক।।
ওপার বাংলার টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ভক্তদের জন্য দুঃসংবাদ। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ব্যস্ত থাকা এই অভিনেত্রী হঠাৎ জানিয়েছেন, নাকের হাড়ে সমস্যা দেখা দেয়ায় একটি ছোট অস্ত্রোপচার করতে হবে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় বুধবার (৭ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছেন, আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যোগাযোগের চেষ্টা করলে পাবেন না। পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো।
জানা গেছে, অভিনেত্রীর নাকের সমস্যা দুই বছর ধরে চলছিল। আগেও অস্ত্রোপচারের কথা ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় তা সম্ভব হয়নি। মাঝে মধ্যে শ্যুটিং চলাকালীন নাক থেকে রক্তও পড়ত। তবু তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, অস্ত্রোপচার খুব ছোট হবে এবং সঠিক বিশ্রামের পর দ্রুতই তিনি কাজে ফিরবেন।
দিতিপ্রিয়া শিশুশিল্পী হিসেবে টেলিপর্দায় যাত্রা শুরু করেছিলেন। ‘রানি রাসমণি’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে, যেখানে অভিনেতা জীতু কমলের সঙ্গে জুটি বেঁধেছেন।










































