স্টাফ রিপোর্টার
জাল ওয়ারিশ সনদের মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ভূমি কর্মকর্তাসহ খুলনায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি (মামলা নম্বর-১২/২০২৫) করেন।
মামলার আসামিরা হলেন শেখ মো. গিয়াস উদ্দিন, মোস্তফা গোলাম সরওয়ার, দিঘলিয়া উপজেলার ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম ও সাবেক সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আম্বিয়া বেগম। এ ছাড়া জমি নামজারি প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা ও যোগসাজশের অভিযোগে দামোদর ইউনিয়নের তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা এম এম মনিরুজ্জামান ও সার্ভেয়ার মিজানুর রহমানকেও আসামি করা হয়।
দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল ওয়ারিশ সনদ তৈরি ও ব্যবহার করে জমি আত্মসাৎ করেছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৮/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।










































