অনলাইন ডেস্ক।।
গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা (Freedom Flotilla Coalition) অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। সাংবাদিকদের উদ্দেশে বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিও বার্তায় এ কথা তিনি নিজেই জানান।
শহিদুল আলম ভাষণে বলেন, তিনি একজন বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক এবং বর্তমানে সমুদ্রে আটক রয়েছেন। ভিডিওতে তিনি জানান, “আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগের দিন মঙ্গলবার দেওয়া ফেসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন যে বেলা বাঁধার আগেই—বুধবার ভোর নাগাদ—তাঁরা ‘রেড জোন’ বা বিপজ্জনক এলাকায় পৌঁছতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, রেড জোন বলতে তিনি বুঝিয়েছেন সেই অঞ্চলকে, যেখানে ইসরায়েলি সেনারা সাম্প্রতিক সময়ে সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটক করে মানবাধিকার কর্মীদের গ্রেফতার করেছে।
শহিদুল আলম তার পোস্টে আরও লিখেছেন যে তাদের সময়সূচি কিছুটা পিছিয়ে গেছে; কারণ ‘থাউজেন্ড ম্যাডলিনস’ নামের নৌবহরে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যাতে পিছু না পড়ে, সেজন্য তাদের অপেক্ষা করা হয়েছে। এই ছোট নৌযানগুলোও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ—তবে শহিদুল উল্লেখ করেছেন যে তাদের নিজস্ব সুমুদ ফ্লোটিলার তুলনায় তারা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল। করোন বাতাস ও ঝড়ের কারণে সুমুদ ফ্লোটিলা একটি সময় থেমে ছিল, এরপর ধীরগতির নৌযানগুলো তাদের সমকাতারে এসে এখন তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে রয়েছে—যেখানে আগেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার নৌযানগুলো আটক করেছিল, যোগ করেন তিনি।
এ ঘটনায় আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায় থেকে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া বা বিবৃতি এখন পর্যন্ত পাওয়া যায়নি (প্রয়োজনে নতুন তথ্য যোগ করা হবে)।










































