খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে গয়েরসিং স্বামী বিবেকানন্দ মাতৃ সংঘ মন্দিরের আয়োজনে ৫ দিনব্যাপী রাধাঅষ্টমী অনুষ্ঠানের সভাপতি অজিত সরকার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষের প্রার্থী, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিসিবি’র সাবেক সভাপতি আলী আসগর লবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা শেখ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে তিনি বলেন, যেকোনো ধর্মীয় উৎসব সার্বজনীন এবং এটি সম্প্রদায়গত বিভাজনকে অতিক্রম করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ করে। সব ধর্মের মূল বাণী হলো সম্প্রীতি, মানব কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা।
সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষদের শান্তি নিরাপত্তা ও স্বস্তির উপজেলা হিসেবে ডুমুরিয়া-ফুলতালা কে গড়ে তুলতে নিজেকে নিয়োজিত করছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী, সব সময়ই আপনাদের পাশে থাকার অঙ্গীকার করেছি।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ডুমুরিয়া উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, খান আসাদুজ্জামান মিন্টু, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিশ্বাস, ফুলবাড়িয়া মন্দিরে সভাপতি মনি মোহন বিশ্বাস, কুমারেশ জর্দার, মো: আনোয়ার হোসেন সরদার প্রমুখ।
পরবর্তীতে ফুলবাড়িয়া মট মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।











































