সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার

10
Spread the love

সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে এক ১৫ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী নানা সামাদ গাজীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

১ মিনিটে পড়ুন
তিনি খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সামাদ গাজী প্রতিবেশী নাতনীকে বাড়িতে একা পেয়ে পান খাওয়ার কথা বলে তার শোবার ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, এরপর থেকে আসামি বিভিন্ন সময়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করতে থাকে। এর ফলে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।