অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক দুর্বলতা ও অবসাদজনিত কারণে তিনি হাসপাতালে আছেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।
শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত বনভোজন অনুষ্ঠান থেকে মাহাথির আগেভাগে বেরিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর রোববার তাঁর কার্যালয় সাবেক প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তির এ খবর দেয়।
দুই দশকের বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া শাসন করা মাহাথির আগেই হার্টে বাইপাস সার্জারি করিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে।
বিবৃতিতে তাঁর কার্যালয় জানায়, মাহাথির শারীরিক দুর্বলতা ও ক্লান্তিজনিত সমস্যা নিয়ে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এএফপি











































