দৌলতপুরে মাহাবুব হত্যা, গ্রেপ্তার সজল দু’দিনের রিমাণ্ডে

62
Spread the love


স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানা যুবদলের বহিস্কৃত সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার মো. সজল (২৭) এর দু’দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (১৩ জুলাই) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মো. ফরিদুজ্জামান এ আদেশ প্রদান করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার ইন্সেপেক্টর মীর আতাহার আলী আসামি সজলকে আদালতে হাজির করে ৭দিনের রিমাণ্ডের আবেদন করে। সজল মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার মো. সাহেব আলীর ছেলে। তার ওই সড়কে মুদি দোকানের ব্যবসা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সেপেক্টর মীর আতাহার আলী জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে করা হয়। কিলিং মিশনে তার অংশগ্রহণ ছিল না। কিন্তু তার দোকানে বসে হত্যার পরিকল্পনা করা হয় এবং মাহাবুবের অবস্থান সম্পর্কে খুনীদের যাবতীয় তথ্য দেয় সজল। তার তথ্যের ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে নির্মমভাবে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। এ হত্যাকান্ডের ব্যাপারে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।

মামলার বিবরণে জানা যায়, ১১ জুলাই (শুক্রবার) দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা নিজের বাড়ির সামনে প্রাইভেটকার পরিস্কার করছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেলযোগে আসা তিনজন দুর্বৃত্ত মাহবুবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করি। ৯টি গুলি মাহাবুবের শরীরে বিদ্ধ হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য তার দু’পায়ের রগ কেটে দেয় ওই দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন যার নং- ১২।