ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

3
Spread the love


আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা।আজ বৃহস্পতিবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।


দেশটির জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল নয়টা চার মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়েছে।

ঝাজ্জরের বাসিন্দা রজবালা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘আমি ছাদে কাজ করছিলাম তখন হঠাৎ দেখলাম মাটিটা কেঁপে উঠল। বাড়ির সকলে বাইরে বেরিয়ে আসি।’

তীব্রতা বেশি না হলেও এর জেরে উত্তর ভারতের বেশ কয়েকটা অংশে কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠেও কম্পন অনুভূত হয়েছে। এর জেরে দিল্লি ও সংলগ্ন এলাকার ভবনগুলোও কেঁপে ওঠে। দিল্লি মেট্রো পরিষেবা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল সতর্কতার কথা মাথায় রেখে।

তবে এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক্স এ এক পোস্টে লিখেছেন- আমি আশা করি ভূমিকম্পের পরে সবাই নিরাপদে আছেন। সকলের জন্য প্রার্থনা করছি।