স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিলো বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে আবার পিছিয়েছেন জামাল ভুইয়া-দেওয়ান হামজারা। একই সঙ্গে গেলো ৮ বছরে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমে গেছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে বাংলাদেশের র্যাঙ্কিং এখন ১৮৪।
জুন উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়েছিলেন জামালরা। পরবর্তীতে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত। সেটা না হওয়ায় উল্টো পিছিয়ে লাল সবুজরা।
গত বছরের জুন থেকে আজ পর্যন্ত মোট আটবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এ সময়ে বাংলাদেশ ১৮৩তম থেকে ১৮৬তম স্থানেই আটকা থেকেছে। সর্বশেষ র্যাঙ্কিং থেকে বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে ৫.১৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১। ৯০০.৬২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ব্রুনাই। বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর এগিয়েছে দুই ধাপ। র্যাঙ্কিংয়ে এখন তাদের অবস্থান ১৫৯।গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাতে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছিলেন হামজা চৌধুরীরা। কিন্তু গত ১০ জুন একই প্রতিযোগিতায় সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২–১ গোলের হারে র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালের ২৪ এপ্রিল র্যাঙ্কিংয়ে এমন শক্ত অবস্থানে ছিল তারা।২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭তম স্থানে নেমেছিল বাংলাদেশ। আর ছয় ধাপ নেমে ভারত এখন রয়েছে ১৩৩ নম্বরে। শেষ আট বছরে এটাই সবচেয়ে খারাপ র্যাঙ্কিং তাদের। ১২৬ থেকে ১৩৩ নম্বরে নেমে গিয়েছে ভারত। ২০১৭ সালের পরে এই প্রথম ১৩০-এর নীচে নামল ভারত।শেষবার স্টিভেন কনস্ট্যানটাইনের সময়ে ১০০-র মধ্যে র্যাঙ্কিং ছিল ভারতের। ৯৬ নম্বরে ছিল টিম ইন্ডিয়া। শেষ আট বছরে ওটাই সবচেয়ে ভালো পারফরম্যান্স ভারতের।
ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা।বিশ্বকাপ বাছাইপর্বে জুনে লিওনেল মেসিরা চিলিকে ১–০ গোলে হারালেও কলম্বিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করায় পয়েন্ট খুইয়েছে ০.৮। আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।
এরপর যথাক্রমে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপে শিরোপাজয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয় এবং সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে উঠে এসেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।











































