ইউরোপ সফরে লিজা ও আয়েশা মৌসুমী

14
Spread the love


বিনোদন প্রতিবেদক।।
বাংলাদেশের সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী ইউরোপ সফরে প্রবাসী বাংলাদেশিদের জন্য সঙ্গীত পরিবেশন করছেন। ২০ জুন তারা ইউরোপে রওনা দেন।

এরপর ২২ জুন প্যারিস ও ২৯ জুন বেলজিয়ামে সঙ্গীত পরিবেশন করেন। ৪ জুলাই সুইজারল্যান্ডের জুরিখে গান গাইছেন তারা। এরপর তারা ইতালি ও স্পেনে দুটি শো করবেন।


লিজার সঙ্গে রয়েছেন তার স্বামী সবুজ এবং কন্যা ইয়াশা। আয়েশা মৌসুমী তার টিমের সঙ্গেই আছেন। আয়েশা বলেন, ‘ইউরোপ সফরে এবারই প্রথম এলাম। ফাঁকে টিমের সঙ্গে বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখছি।’

লিজা বলেন, ‘এই সফরে আমার স্বামী ও কন্যা সঙ্গে আছে। আয়োজকরা প্রতিটি শো-তে নিরাপত্তা দিচ্ছেন ও অন্যান্য সহযোগিতা করছেন।’ তারা জানান, ১৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।