স্পোর্টস ডেস্ক
জল্পনা চলছিল আগে থেকেই, আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারতের ক্রিকেট দল। সেই ঘোষণা এখনা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেয়নি ভারতীয় বোর্ড। তবে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, এরই মধ্যে না আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিসিআই। শিগগিরই সেটা জানিয়েও দেওয়া হবে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও স্থির নয়। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার দিকটাও ভাবতে হচ্ছে বোর্ডকে। সেই কারণে এখন তারা বাংলাদেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামী মাসে অর্থাৎ, আগস্টের ১৭ থেকে ৩১ তারিখের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। দেশটির গণমাধ্যম প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, যৌথভাবে বিবৃতি দিয়েও দুই দেশ বিষয়টি জানাতে পারে। আপাতত পিছিয়ে গেলেও পরবর্তীতে ভারত আসবে কি না সেটি নিয়ে আলোচনাও করবে বিসিবি ও বিসিসিআই।
বাংলাদেশ সফরে না এলে বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও বাড়বে। কারণ, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই অবসর নিয়েছেন এই দুই বর্ষীয়ান ক্রিকেটার। ইংল্যান্ড সিরিজের আগে বিদায় জানিয়েছেন টেস্টকেও। তাই, শুধুই ওয়ানডে খেলবেন তারা। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে তাদের দেখার কথা ছিল।
রোহিত-কোহলিকে দেখার জন্য এখন অপেক্ষা করতে হতে পারে অক্টোবর মাস পর্যন্ত। আগামী অক্টোবরের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। তার মানে, আরও সাড়ে তিন মাসের অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে অবশ্য তারও আগে দেখা হয়ে যেতে পারে ভারতের। কারণ, আগামী সেপ্টেম্বরেই এশিয়া কাপে দুই দল মুখোমুখি হওয়ার কথা। যদিও টি-টোয়েন্টি সংস্করণে হওয়ায় সেই ম্যাচে দেখা যাবে না রোহিত ও কোহলিকে।