স্পোর্টস ডেস্ক
নানা ঘটনাপ্রবাহের পর জাতীয় দল থেকে এখন দূরে আছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ইশান কিশান। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে খেলছেন তিনি। সেখানে তাকে দেখা গেছে এক চমক জাগানো ভূমিকায়।
সাধারণত, উইকেটকিপাররা দলের বিপদেও বল হাতে নেন না। গ্লাভস ছেড়ে উইকেটকিপাররা বল করছেন, এমন ঘটনায় ক্রিকেট ইতিহাসে বিরল। তবে সামান্য যেসব নজির দেখা যায়, তাতে এবার নাম লেখালেন ইশান। নটিংহ্যামশায়ারের হয়ে এই চমক দেন তিনি।
বল শুরু করার পর ছিল আরও চমক। একই ওভারে অফস্পিন ও লেগস্পিন করার সামর্থ্য দেখিয়েছেন তিনি। ইশানের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হলো- ব্যাটিং হোক বা উইকেটকিপিং; সবসময়ই তার মুখে হাসি লেগে থাকে। বোলিং করার সময়ও এর ব্যতিক্রম ছিলেন না তিনি। যদিও তার কয়েকটি ডেলিভারিতে হাসি আটকে রাখতে পারেননি ধারাভাষ্যকাররা। ওভারটি প্রথমে অফস্পিন দিয়ে শুরু করলেও পরে করেন লেগস্পিন। ইশানের অফস্পিন লেগস্পিনের তুলনায় বেশ ভালো ছিল।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কাইল ভেরাইন্নার জায়গায় নটিংহ্যামশায়ারে যোগ দেন ইশান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার জন্য কাউন্টি ক্লাবটিতে যোগ দিতে পারেননি ভেরাইন্না।