‘ঋতুপর্ণা আমাদের মেসি’

9
Spread the love


স্পোর্টস ডেস্ক

মিয়ানমারে নারী এশিয়ান বাছাই ফুটবল চলছে। সেখানে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বাংলাদেশ। তারপর বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করলে বাংলাদেশ চলে যায় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে। মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণা একটি বাঁ পায়ে চমৎকার গোল করেন। গতকাল মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ঋতুপর্ণা মেয়েদের মেসি।’

ঋতুপর্ণা এর আগেও অনেক ম্যাচে ভালো খেলেছে। তার প্রসঙ্গে কিরণ বলেন,‘ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও ভালো ফুটবলার কোনো সন্দেহ নেই। হামজাও আমাদের দেশের জন্য গর্বের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে আমার বিশ্বাস সেখানেও হামজা ভালো করবে। ছেলেরাও এগিয়ে যাবে। ছেলেমেয়ে দুটো দলই আমাদের, তুলনা করার কিছু নেই। কিন্তু ঋতু আমাদের মেসি, এটা বলার অপেক্ষা নেই। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া আর কারও মতো নয়।’

সামনে আরও বড় পরিকল্পনা অপেক্ষা করছে। সে প্রসঙ্গে কিরণ বলেন, ‘অবশ্যই পরিকল্পনা আছে (বিশ্বকাপের)। কারণ সুযোগ বারবার আসে না। আমাদের যেহেতু সুযোগ এসেছে, আমরা সেটিকে সঠিকভাবে ব্যবহার করব। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপ যখন খেলব, তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে। জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয়েক মাস পাব, আমি সেটিকে সেভাবে ব্যবহার করব।’

বিশ্বকাপ নিয়ে কোচ বাটলারের সঙ্গে তার আলাপ হয়েছে। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘বাটলারের সঙ্গে সেভাবেই কথা হয়েছে। আমাদের মনোযোগ ও নজর থাকবে সেখানে, যেন আরও ভালো কিছু করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সেরা ছয়ে থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন বিশ্বকাপ খেলা। সেটার জন্যই আমরা মাঠে নামব, সেটার জন্যই কাজ করব। কাল-পরশুর ভেতরে আমি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলব।’