দুই ইনিংসে সেঞ্চুরি করে অনন্য মাইলফলকে পন্থ

5
Spread the love


স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের চতুর্থ দিনে অসাধারণ এক কীর্তি গড়লেন ঋষভ পন্থ। দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়ে তিনি জায়গা করে নিলেন ক্রিকেট ইতিহাসের বিরল এক তালিকায়। উইকেটকিপার–ব্যাটার হিসেবে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার এখন তিনি, এর আগে এই কীর্তি ছিল কেবল জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারের।


এছাড়া পন্থ এখন এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ভারতীয় ব্যাটার। আর বিদেশের মাটিতে এই কীর্তি করলেন পঞ্চম ভারতীয় হিসেবে। এ তালিকায় রয়েছেন সুনীল গাভাস্কার (৩ বার), রাহুল দ্রাবিড় (২ বার), বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মা।

এই টেস্টে পন্থ ছাড়াও সেঞ্চুরি পেয়েছেন যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল ও শুভমান গিল। এক টেস্টে ভারতের পাঁচ ব্যাটসম্যানের সেঞ্চুরি—দেশটির ক্রিকেট ইতিহাসে যা প্রথমবার ঘটল।

চতুর্থ দিনের চা বিরতির সময় ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৯৮ রান, লিড ৩০৪। ক্রিজে আছেন লোকেশ রাহুল (১২০) ও করুন নায়ার (৪)। পন্থ আউট হয়েছেন ১৪০ বলে ১১৮ রানের ঝকঝকে ইনিংস খেলে।