খুলনা প্রেসক্লাবের সদস্য সামছুজ্জামান শাহীনের মায়ের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

6
Spread the love


খুলনাঞ্চল ডেস্ক
বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) সোমবার বেলা পৌনে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———রাজিউন)। তিনি মৃত্যুকালে তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার আসর বাদ রূপসা কলেজের সামনে আল-আকসা মাদ্রাসা মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদের পাশে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নিম্মে সে গুলো তুলে ধরা হলো।
॥ দৈনিক খুলনাঞ্চল॥
বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) ইন্তিকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাপঞ্চল পরিবার।
বিবৃতিদাতারা হলেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটনসহ দৈনিক খুলনাঞ্চলের বার্তা বিভাগসহ সকল বিভাগ।
বিবৃতিতে মরহুমা মোসাম্মৎ শামসুন্নাহারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।
॥ খুলনা প্রেস ক্লাব ॥
গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।
॥ বিএনপি ॥
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) ইন্তিকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (২৩ জুন) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ। বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির বড়মামা নান্টু চৌধুরী (৬৩) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
॥ জামায়াতের সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ার ॥
বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২০ জুন) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
॥ খুলনা অঞ্চল জামায়াত ॥
বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোরের খুলনা ব্যুরো প্রধান খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সামছুজ্জামান শাহীনের মা মোসাম্মৎ শামসুন্নাহার (৮১) ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস হাফেজ রবিউল বাশ্রা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
॥ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ॥
সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মো: আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন, উত্তম কুমার সরকার প্রমুখ।
॥ খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি ॥
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলু, সহ-সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রুবেল, কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য এস. এম. হাবিব, আবু তৈয়ব মুন্সী, মো. তরিকুল ইসলাম ও মো. বাবুল আক্তার-সহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
॥ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) ও বিএফইউজে ॥
বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
॥ খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন ॥
গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বৃবিতি দিয়েছে খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ শাহজালাল মোল্লা মিলন, সহ-সভাপতি হাসান আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিক, সদস্য নেয়ামূল হোসেন কচি, আবু সাঈদ, আমির হোসেন, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, শেখ মোঃ রাসেল, মোঃ রফিক আলী, মাহাবুবুর রহমান, শেখ জালাল, মোঃ শাকিল, তানবির ইসলাম প্রান্ত, আব্দুল হালিমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
॥ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ॥
এক শোক বার্তায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির , সিনিয়র সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এস্এ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
॥ রূপসা প্রেস ক্লাব ॥
বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাঈদ, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক, কোষাধ্যক্ষ মোঃ আখতার খান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, রবিউল ইসলাম তোতা, সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, খান আব্দুল জাব্বার শিবলী, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক তুরান মল্লিক, নির্বাহী সদস্য আঃ কাদের শেখ, সদস্য এস এম হুসাইন আহমদ, তৌহিদুল ইসলাম কচি, আল মাহমুদ প্রিন্স, বেনজীর হোসেন , চিত্তরঞ্জন সেন, আবু হারুন-অর রশিদ, ,গোলাম মোস্তফা,আব্দুল কাইয়ুম খান, চন্দন ভট্টাচার্য্য,আশিক বাবু, হাসানুজ্জামান মনি,নাঈমুজ্জামান শরীফ প্রমূখ।
॥ ইসলামী আন্দোলন খুলনা মহানগর ॥
গভীর শোক ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বাদশা খান , স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আব্দুস সালাম,আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন প্রমুখ।
॥ খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) ॥
বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।