অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি নিয়ে ফের বিতর্ক

8
Spread the love


স্পোর্টস ডেস্ক

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজকে ঘিরে নামকরণ বিতর্ক যেন থামছেই না। সম্প্রতি সিরিজের পুরনো নাম ‘পতৌদি ট্রফি’ বদলে তা করা হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিয়েই শুরু হয় বিতর্ক।


সিরিজের নতুন নামকরণে বাদ পড়েন ভারতের সাবেক অধিনায়ক ও রাজকীয় বংশোদ্ভূত মনসুর আলি খান পতৌদি। বিষয়টি নিয়ে আপত্তি জানান স্বয়ং শচীন টেন্ডুলকারও। তিনি অনুরোধ করেন যাতে পতৌদির নাম সিরিজের সঙ্গে কোনোভাবে যুক্ত রাখা হয়। এরপরই ঘোষণা করা হয়— সিরিজের জয়ী অধিনায়ককে দেওয়া হবে ‘পতৌদি পদক’। যদিও বিতর্কে খানিকটা জল পড়লেও, এবার ফের তাতে ঘি ঢাললেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

‘মিড ডে’-তে লেখা কলামে গাভাস্কার প্রকাশ্যে প্রশ্ন তোলেন, কেন ট্রফির নামে জেমস অ্যান্ডারসনের নাম শচীন টেন্ডুলকারের আগে বসানো হলো।

তার কথায়, ‘ইংল্যান্ডের বোর্ড চাইলে ট্রফির নাম ঠিক করতেই পারে। কিন্তু ভারতীয়দের কাছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ নামটা শ্রুতিকটু শোনায়। শচীন শুধু ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠদের একজনই নন, অ্যান্ডারসনের থেকেও বয়সে ও কৃতিত্বে অনেক এগিয়ে। যেখানে শচীনের ঝুলিতে ১০০ আন্তর্জাতিক শতরান, হাজার হাজার রান, বিশ্বকাপ জয়— সেখানে অ্যান্ডারসন শুধু টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। শচীনের আগে তার নামটা একেবারেই মানায় না।’

তিনি আরও কটাক্ষ করে বলেন, ‘ওরা বলছে ইংরেজিতে ‘এ’ অ্যান্ডারসনের আগে আসে, তাই আগে রাখা হয়েছে। এ যুক্তি একেবারে হাস্যকর। তুলনাটা একপেশে— শচীন যে উচ্চতায়, সেখানে অ্যান্ডারসন পৌঁছতেই পারেননি। ইংলিশ কন্ডিশনে ভালো বোলার হলেও ও বিশ্বকাপজয়ী দলে নেই। শচীন আছেন। ভারতীয় হিসেবে আমি চাই এই ট্রফির নাম হোক ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’, এবং মিডিয়া ও সমর্থকদের কাছেও অনুরোধ রাখব, আপনারাও এভাবেই ডাকুন এই সিরিজকে।’

শুধু ট্রফির নাম নয়, ‘পতৌদি পদক’-এর প্রাপক নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাস্কার। বর্তমানে ঠিক হয়েছে, সিরিজ জয়ী অধিনায়ককে দেওয়া হবে এই পদক। কিন্তু সানির মতে, এই সিদ্ধান্তে সমস্যা আছে।

তিনি বলেন, ‘সিরিজ যদি ড্র হয়ে যায়? তখন কী হবে? তাই বরং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে এই পদক দেওয়া হোক। তাহলে প্রতি টেস্টেই মনসুর আলি খান পতৌদিকে স্মরণ করা সম্ভব হতো। এক ম্যাচ নয়, পুরো সিরিজ জুড়েই তার অবদান থাকত।’