ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মহানায়ক তারেক রহমান: তুহিন

23
Spread the love


খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এবং খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, একটি গুপ্ত রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রি করছেন। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথ্যা দিয়ে যে দলের শুরু, তারা অনেক কিছুই করতে পারে। দৃশ্যমান হোক অথবা অদৃশ্য হোক, এটাকে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা-কর্মীরাই তাদের করণীয় ঠিক করবে।
সোমবার (২৩ জুন) সোনাডাঙ্গা থানা শ্রমিকদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, ৩৬ জুলাই পরবর্তী সময়ে দেশকে অশান্ত করতে পতিত ফ্যাসিবাদী শক্তির নানামুখী ষড়যন্ত্রের ঢেউ চলছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র- সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক জায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বরতী সরকার। গত ১০ মাসে দেশে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময় বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। প্রথমিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়েছি। এখন সবাই মিলে দেশ গঠনে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেন এবং দেশ ও জাতির কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত করে একটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। ১/১১-পরবর্তী সময়েও আপসহীন নেতৃত্বে তিনি বিএনপিকে পরিচালিত করেছেন। খুলনা মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মুজিবর রহমানের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম শফির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পিসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।