নুরুল হুদাকে অপদস্ত করা কে এই মোজাম্মেল ঢালী

26
Spread the love


ঢাকা অফিস
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে উচ্ছৃঙ্খল জনতা রোববার (২২ জুন) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে বাইরে নিয়ে আসার সময় গলায় জুতার মালা পরিয়ে অপদস্ত করেন। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে ঘিরে ধরে পাশে থাকা সাদা পাঞ্জাবি পরিহিত একজন লোক জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছেন। সাদা পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তির নাম মোজাম্মেল ঢালী। এ সময় নুরুল হুদাকে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন, ‘ওহ যে স্বৈরাচার সৃষ্টি করেছে, এটা ওর উপহার। ওহ আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না।’ পরে পেছন থেকে অন্য আরেকজন জুতার মালাটি খুলে নিলে সাবেক সিইসিকে হেফাজতে নেয় পুলিশ।
আরেকটি ভিডিওতে এ সময় নুরুল হুদাকে ঘিরে ধরে ‘স্বেচ্ছাসেবক উত্তর’ এর নামে স্লোগান দিতে শোনা যায় কথিত জনতাকে। খোঁজ নিয়ে জানা গেছে, মোজাম্মেল ঢালী উত্তরার স্থানীয়। তবে বিএনপিতে তার কোনো পদ-পদবী নেই। স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড, থানা বা মহানগর কোনো পর্যায়ের কমিটিতেই মোজাম্মেল ঢালী নেই এবং অতীতেও কখনো ছিল না। তবে মোজাম্মেল ঢালী স্বেচ্ছাসেবক দলের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, সাবেক সিইসি নুরুল হুদার ‘মব’ ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে। উল্লেখ্য, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির মামলায় আসামি হওয়ার ছয় ঘণ্টা পরই সন্ধ্যায় কেএম নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের বাসা থেকে কথিত জনতা আটক করে। এর আগে নুরুল হুদার উত্তরার বাড়িতে গিয়ে চড়াও হয় একদল ব্যক্তি। তারা বাসায় ঢুকে সাবেক সিইসিকে অপদস্ত করেন।