খুলনার ব্যস্ত সড়কে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র, ছুরিকাহত যুবক

33
Spread the love


জাহিদুর রহমান।।
খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে জনবহুল সড়কে রোববার (১৫ জুন) রাত ৯টার দিকে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সাজিদ হাসান (২৪)। একই সময়ে কাছাকাছি স্থানে সোনাপোতা স্কুলের বিপরীতে ছুরিকাহত হন নয়ন শেখ (২২) নামের আরেক যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যস্ততম এই এলাকায় হঠাৎ করে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত গুলিবিদ্ধ সাজিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে ছুরিকাহত নয়ন শেখও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, তাকেও হাসপাতালে নেওয়া হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দু’জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাজিদের শরীরে গুলি লাগার স্থান থেকে রক্তক্ষরণ থামাতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। নয়নের পেটে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, “দুইটি পৃথক স্থানে প্রায় একই সময়ে এই হামলার ঘটনা ঘটেছে। এটি পূর্ব পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং দুই জায়গার মধ্যে কোনো সংযোগ আছে কিনা, তা বিশ্লেষণ করা হচ্ছে।