ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর ‘সম্ভাবনা’ রয়েছে

3
Spread the love


খুলনাঞ্চল ডেস্ক
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প বলেন, এটা সম্ভব যে আমরা এই সংঘাতে জড়াতে পারি। তবে তিনি স্পষ্ট করেন, এই মুহূর্তে আমরা সরাসরি কোনোভাবে জড়িত নই।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন। ট্রাম্প বলেন, তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ নিয়ে ফোন করেছিলেন। আমরা দীর্ঘ আলোচনা করেছি।
ইরান আগামী দিনে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
এক সংবাদ সম্মেলনে আইডিএফ’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে আসছে। আগামী দিনগুলোতে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাতের আশঙ্কা রয়েছে। তিনি জানান, ইসরায়েলি বিমান বাহিনীও এক মুহূর্তের জন্য হামলা থামাচ্ছে না।
ডেফরিন বলেন, এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতার ওপর আঘাত বাড়াচ্ছি, যাতে ঘরোয়া ফ্রন্টে (ইসরায়েলের অভ্যন্তরে) ঝুঁকি কমানো যায়।