শিরোপা জিতে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা

7
Spread the love


স্পোর্টস ডেস্ক।।
পর্দা নেমেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের (২০২৩-২৫ চক্র)। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০২১ সালে প্রথম আসরের ও ২০২৩ সালে দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়।

শিরোপা জিতে মোটা অঙ্কের টাকাই পকেটে ভরেছে দক্ষিণ আফ্রিকা। আগের দুই আসরের চেয়ে এবার আইসিসি প্রাইজমানির পরিমাণ বাড়িয়েছে প্রায় দ্বিগুণ। এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৫৭ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০ কোটি টাকার মতো। এর মধ্যে চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকা পাচ্ছে রেকর্ড ৩৬ লক্ষ মার্কিন ডলার। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১৬ লক্ষ ডলার।

এবারের রানার্স আপরা গতবারের চ্যাম্পিয়নদের চেয়েও বেশি পাচ্ছে। এবার রানার্স আপ হয়েও চ্যাম্পিয়ন হওয়া গতবারের চেয়ে বেশি টাকা পাচ্ছে অস্ট্রেলিয়া, ২১.৬ লক্ষ ডলার। আগের দুই আসরের ফাইনালে হেরে যাওয়া ভারত পেয়েছিল মাত্র ৮ লাখ ডলার করে।

এদিকে, গত দুই আসরে নবম হওয়া বাংলাদেশ পেয়েছিল ১ লক্ষ মার্কিন ডলার করে। এবার উন্নতি হয়ে বাংলাদেশ শেষ করেছে সপ্তম অবস্থানে থেকে। ফলে আগের দুই আসরের চেয়ে এবার প্রায় সাত গুনেরও বেশি টাকা পাচ্ছে বাংলাদেশ দল।

এবার তৃতীয় হওয়া ভারত পাচ্ছে ১৪ লক্ষ ৪০ হাজার ডলার। আর প্রথম আসরের বিজয়ী নিউজিল্যান্ড এবার চতুর্থ হয়ে পাচ্ছে ১২ লক্ষ ২০ হাজার ডলার। পঞ্চম হওয়া ইংল্যান্ড পাবে ৯ লক্ষ ৬০ হাজার ডলার, ছয়ে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লক্ষ ৪০ হাজার ডলার।

সাতে থাকা বাংলাদেশ পাবে ৭ লক্ষ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ৭৬ লক্ষ টাকার মতো। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার ও নয়ে থাকা পাকিস্তান ৪ লক্ষ ৮০ হাজার ডলার।