স্পোর্টস ডেস্ক।।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে শুক্রবার থেকে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের সময় দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ গৌতম গম্ভীর। লন্ডন থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। পারিবারিক জরুরি পরিস্থিতিতে তাকে দেশে ফিরতে হচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের অসুস্থতার খবর পেয়েই দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন গম্ভীর।
বিশেষ পরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। পরিবারের পাশে থেকে চিকিৎসার সব ব্যবস্থা করে আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে ১৭ জুন ফের ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন কোচ গম্ভীর।
২০ জুন হেডিংলেতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই শুরু হবে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের যাত্রা। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর এটি ভারতের প্রথম বড় টেস্ট সিরিজ। তার উপর সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়। সব মিলিয়ে গম্ভীরের ওপর রয়েছে বাড়তি চাপ।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোচ গম্ভীর দ্রুতই দলের সঙ্গে ফের যুক্ত হয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে চান।