।। খবর বিজ্ঞপ্তি।।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি ছিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া সেই ম্যাচের জন্য ১৮,৩০০ টিকিট ছেড়েছিল বাফুফে। সেই টিকিট রাতারাতি “সোল্ড আউট” হয়ে যায়।

তবে খুলনার যারা ঢাকা স্টেডিয়ামে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারেননি তাদের জন্য বিকল্প ব্যবস্থা ব্যবস্থা করেছিলেন খুলনার দুই বিএনপি নেতা, ধানের শীষের দুই কান্ডারী। একজন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানার বিভিন্ন স্পটে এবং খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন স্পটে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেন।
এমনকি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন দর্শকের গ্যালারীতে বসে খেলা উপভোগ করেন।
বিশেষ করে খুলনার শিববাড়ি মোড় ও জাতিসংঘ শিশুপার্কে ছিলো উপছে পড়া দর্শকের ভীড়। বহুদিন পরে এমন আয়োজনে ফুটবল প্রেমিরা জেগেছে বলে মন্তব্য করেছেন অনেকে।