ঢাকা অফিস
ঈদুল আজহার ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। গত ৫ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত ৫দিনে দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে ৬: মৌলভীবাজার, বড়লেখা ও শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার শমসেরনগর সড়কের দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৭ই জুন) রাতে কাছারীবাজার শ্যামের কোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুবেদ মিয়া (২৮) ও কামরুল মিয়া (৩০) ও মাহবুব মিয়া (২০)। এদিকে কোরবানির মাংস আত্মীয় বাড়িতে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনায় সড়কেই প্রাণ যায় দুই ভাইয়ের। নিহতরা হলেন- সাহেদ হোসেন সুমন (২৬) ও রুমন আহমদ (২০)। এছাড়া শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ই জুন) ৩টার দিকে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় মো. দুলাল মিয়া (২২) মারা যান।
নরসিংদীতে ৩: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। তারা সকলে বন্ধু ছিলেন।
ঝিনাইদহে ৩: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটইবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোস্তফা (৪৩), তার স্ত্রী সেলিনা বেগম (৩৮) ও ছেলে মাহিম (৮)।
খুলনায় ২: খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৯ই জুন) সকাল ৬টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পশ্চিম প্রান্তে দারোগার লিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজিল (১২)।
চাঁদপুরে ২: চাঁদপুরের মতলবে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় শিশুসহ গুরুতর আহত হয়েছেন ৭ জন। গত রোববার (৮ই জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক ছিদ্দিকুর রহমান (৫০), যাত্রী তপন চৌধুরী (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জে ২: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। গত শনিবার (৭ই জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা-সাতনইল ও শিবগঞ্জের চককীর্তিতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোয়াজ্জেম হোসেন (৮৫) ও হৃদয় আলী (২০)।
ভেড়ামারায় ২ : ঈদের ছুটির ৩ দিনে কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। ঈদের দিন বিকালে অন্তর পাল (২৭) নামের এক যুবক এবং ঈদের ৩য়দিন দুপুরে আসকর মণ্ডল নামের (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও ৪ জন।
সিলেটে ১: সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশার যাত্রী এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। এছাড়া ফরিদপুরে ১, বিরামপুরে ১ , সীতাকুণ্ডে ১, খাগড়াছড়িতে ১, বাগেরহাট ১ , গাইবান্ধায় ৮, চট্টগ্রামে ৪, ময়মনসিংহে ৪, নবীনগরে ৩, ঝিনাইদহে ২, টাঙ্গাইলে ২, পাকুন্দিয়ায় ২, কুমিল্লায় ২, মাদারীপুরে ১, বড়াইগ্রামে ১, কলমাকান্দায় ১, মেহেরপুরে ১ জন নিহত হয়েছে।