হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

4
Spread the love

বিনোদন ডেস্ক।।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঠান্ডাজনিত সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে চার দিন ধরে তিনি চিকিৎসাধীন।


হঠাৎ অসুস্থ বোধ করায় ঈদের আগের দিন তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

মৌ জানান, হঠাৎ ঠান্ডা লেগে জ্বর আসে, এরপর শরীরটা একটু খারাপ হয়ে পড়ে। তাই ঈদের আগের দিনই হাসপাতালে ভর্তি করা হয়। এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, “ওনার নিউমোনিয়ার মতো সমস্যা হয়েছে ঠান্ডা থেকে। তবে এখন অবস্থা স্থিতিশীল। পুরোপুরি বিশ্রামে আছেন। চিকিৎসকেরা বলেছেন, সুস্থ হয়ে উঠলে কয়েক দিনের মধ্যেই বাসায় নেওয়া যাবে।”

এদিকে, জাহিদ হাসানের অভিনীত নতুন সিনেমা ‘উৎসব’ এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পনির্ভর এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসানসহ অনেকে।

দর্শকপ্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।