বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জুন) সকালে শহরের স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়ারা জানায়, অর্থের বিনিময়ে নারী নিয়ে ভ্যাট অফিসের কর্মচারীসহ এক বখাটে ওই নারীকে নিয়ে রাতভর অনৈতিক কাজ করে।। খবর পেয়ে পুলিশ ভ্যাট অফিস থেকে ওই নারীসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এদের মধ্যে আটককৃত ফখরুল ইসলাম বাবু শহরের আলিয়া মাদরাসা রোড এলাকার বাসিন্দা এবং মো. সুমন (ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী)। তার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, ফখরুল ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসে। রাতে সেখানে ওই নারীর সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় সুমন ও বাবু। পরে টাকা নিয়ে ওই নারীর সঙ্গে কথা কাটাকাটি ও বাক বিতন্ডা হলে স্থানীয়রা বিষয়টি টের পায়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।