ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সন্মানের সাথে বিদায় নেন – আজিজুল বারী হেলাল

30
Spread the love

দিঘলিয়া প্রতিনিধি।।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালী পন্থা বাদ দিয়ে সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, কৃষিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে সংস্কারের বিজ বপন করে গেছেন। বিএনপি ২০০৮ সাল থেকে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার ও রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আসছে। সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯ দফা, তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, ৫ আগষ্টের বিপ্লবের পূর্ব থেকেই বিএনপি ১৯ দফা ও ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার সহ প্রয়োজনীয় সকল সংস্কারের কথা উল্লেখ করেছেন।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার উচিৎ হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সন্মানের সাথে বিদায় নেওয়া। কালক্ষেপণ করলে দেশের জনগণ আপনাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে ফেলতে পারে। তাই দ্রুত নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ৩১ দফা ও গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা তুলে ধরার আহ্বান জানান।

দিঘলিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত (৯ জুন) সোমবার আয়তুননেছা বালিকা বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, খায়রুল ইসলাম, এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, আব্দুর রকিব মল্লিক, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আব্দুর রশিদ, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কোবির জুয়েল, আল মামুন নিপু, বাদশা গাজী, বাকের শিকদার, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, খান মোহাম্মদ, মোল্লা সাজ্জাদ হোসেন, সেলিমুল ইসলাম মোড়ল, আরিফুল ইসলাম হাসান, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি, মিঠু মোল্লা , মোহাম্মদ আলী টুটুল, মামুন রেজা অপু, আল আমিন মোল্লা, মোহাম্মদ আলী মিন্টু, জাহাঙ্গীর হোসেন, লিটন শেখ প্রমুখ।