জার্নি শেষে পান করতে পারেন ‘ম্যাংগো লাচ্ছি’

2
Spread the love


মিলি রহমান।।

জার্নি শেষে এক গ্লাস ম্যাংগো লাচ্ছি পান করে সহজেই স্বস্তি পেতে পারেন। এই গরমে স্বস্তি দেবে এক গ্লাস ‘ম্যাংগো লাচ্ছি’। জেনে নিন রেসিপি।


উপকরণ>>

আম: ১ কাপ

তরল দুধ: ১ কাপ

মিষ্টি দই: আধা কাপ

গুঁড়া দুধ: ২ টেবিল চামচ

চিনি ও কয়েক টুকরা বরফ: ১ টেবিল চামচ

প্রথম ধাপ: প্রথমে ব্লেন্ডারে এক কাপ পাকা আম নিয়ে নিন। এবার এর মধ্যে এক কাপ তরল দুধ দিন।

দ্বিতীয় ধাপ: এবার এতে আধা কাপ মিষ্টি দই, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ টেবিল চামচ চিনি ও কয়েক টুকরো বরফ মিশিয়ে নিন। তারপর ব্লেন্ড করুন।

প্রয়োজনমতো অল্প পরিমাণে চিনি নিতে পারেন। পরে গ্লাসে ঢেলে পরিবেশন করুন দারুণ মজাদার এই ম্যাংগো লাচ্ছি।