স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসা উপজেলায় স্বামীকে হাত-পা বেধে মারধর করে এবং আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপসা থানা পুলিশ জানায়, রোববার (৮ জুন) মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের এক যুবককে একই গ্রামের মো. পারভেজ, রাতুল ও মো. মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে। তারা ওই যুবকের হাত-পা বেধে তাকে মারধর করে। এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে সোমবার সকালে ভুক্তভোগী ওই তরুণীকে তার স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
ভুক্তভোগী যুবকের অভিযোগ, খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেয়ার প্রতিশোধ হিসেবে তারা এ ঘটনা ঘটায়।
এ ব্যাপারে রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।