স্পোর্টস ডেস্ক
সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনালে দেখা হতে পারত ভারতীয় ক্রিকেটের দুই ভাই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার। তবে পাঞ্জাব কিংসের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানস হেরে যাওয়ায় সেই সম্ভাবনা নষ্ট হয়। তবে ভাই ক্রুনালের ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) জেতায় আবেগের অশ্রু ছিল হার্দিকের।
আইপিএল ফাইনালে দুর্দান্ত বল করেছেন ক্রুনাল। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তুলে নিয়েছেন প্রাভসিমরান সিং ও জশ ইংলিসের গুরুত্বপূর্ণ দুই উইকেট। হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। শুধু এবারই নয়, এর আগেও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ক্রুনাল।
বেঙ্গালুরুর হয়ে চ্যাম্পিয়ন হওয়ার আগে মুম্বাইয়ের হয়েও (২০১৭, ২০১৯ ও ২০২০ সালে) তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন ক্রুনাল। অন্যদিকে, তার ভাই হার্দিক আইপিএলের শিরোপার স্বাদ পেয়েছেন পাঁচবার। চারবার (২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) মুম্বাইয়ের হয়ে ও একবার (২০২২) গুজরাট টাইটানসের হয়ে। অর্থাৎ, দুই ভাই মিলে নয়বার আইপিএল শিরোপা ট্রফি পেয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর রবি শাস্ত্রীকে ক্রুনাল বলেছেন, ‘আমি যখন আরসিবিতে যোগ দিয়েছিলাম, তখন আমি তাদের বলেছিলাম যে আমি ট্রফি জিততে ভালোবাসি। সাড়ে তিন মাস পর, আমি খুশি যে আমি প্রথম দিনে যা বলেছিলাম তা পূরণ করতে পেরেছি। আমি আক্ষরিক অর্থেই তা প্রকাশ করেছি। এটা দারুণ ব্যাপার। ১০ বছর, ৪টি আইপিএল ট্রফি। আমি হার্দিককে ফোনে বলেছিলাম যে পান্ডিয়া পরিবারে ১১ বছরে নয়টি ট্রফি আছে।’
ভাইয়ের সাফল্য সবসময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন হার্দিক। গতকাল ক্রুনালদের শিরোপা জয়ের পর হার্দিক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কাঁদছি এখন। তোমার জন্য গর্বিত ভাই।’