স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে এই কীর্তি গড়েন বিরাট কোহলিরা। এছা এই জয়ের মাধ্যমে বেঙ্গালুরু তাদের ১৭ বছরের শিরোপা খরা কাটিয়ে উঠেছে।
দলভিত্তিক পুরস্কার ও প্রাইজমানি
চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু –২০ কোটি রুপি
রানার্স-আপ: পাঞ্জাব কিংস – ১২.৫ কোটি রুপি
তৃতীয় স্থান: মুম্বাই ইন্ডিয়ান্স –৭ কোটি রুপি
চতুর্থ স্থান: গুজরাট টাইটান্স – ৬.৫ কোটি রুপি
ব্যক্তিগত পুরস্কারসমূহ
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান): সাই সুদর্শন – ৭৫৯ রান (১০ লাখ রুপি)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট): প্রসিদ্ধ কৃষ্ণ – ২৫ উইকেট (১০ লাখ রুপি)
সর্বাধিক ছক্কা: নিকোলাস পুরান – ৪০ ছক্কা (১০ লাখ রুপি)
সর্বাধিক চারের মালিক: সাই সুদর্শন – ৮৮ চার (১০ লাখ রুপি)
সর্বাধিক ডট বল: মোহাম্মদ সিরাজ – ১৪৪ ডট বল (১০ লাখ রুপি)
সেরা ক্যাচ: কমিন্দু মেন্ডিস (১০ লাখ রুপি)
ইমার্জিং প্লেয়ার: সাই সুদর্শন (১০ লাখ রুপি)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুর্যকুমার যাদব (১৫ লাখ রুপি)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস
ফাইনাল ম্যাচের বিশেষ পুরস্কার
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রুনাল পান্ডিয়া
সুপার স্ট্রাইকার: জিতেশ শর্মা
ফ্যান্টাসি কিং: শশাঙ্ক সিং
সর্বাধিক ছক্কা (ম্যাচে): শশাঙ্ক সিং
সর্বাধিক চার (ম্যাচে): প্রিয়াংশ আর্য
সর্বাধিক ডট বল (ম্যাচে): ক্রুনাল পান্ডিয়া