বাফুফের সঙ্গে মলটেন সাশ্রয় কোটি টাকা

2
Spread the love


ক্রীড়া প্রতিবেদক

তিন বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বল পার্টনার হিসাবে সোমবার চুক্তি করেছে জাপানি বল প্রস্তুতকারক প্রতিষ্ঠান মলটেন। ফি বছর চার হাজার করে তিন বছরে ১২ হাজার বল তারা দেবে বাফুফেকে। যার মধ্যে অর্ধেক বল বাফুফে পাবে ফ্রি। বাকিটা ডিসকাউন্টে কিনতে হবে। এই বল ঘরোয়া নানা টুর্নামেন্টে এবং অনুশীলনে খরচ হবে। এই চুক্তির ফলে বাফুফের বছরে প্রায় কোটি টাকার সাশ্রয় হবে। বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘মলটেন আমাদের ফি বছর দুই হাজার বল বিনামূল্যে দেবে। বাকি দুই হাজার বল নির্ধারিত দামের চেয়ে আরও সাশ্রয়ী মূল্যে কিনতে পারব। এতে প্রতি বছর আমাদের প্রায় ৫০ লাখ টাকা করে সাশ্রয় হবে।’ মলটেন করপোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি ও বাফুফের হয়ে চুক্তিতে সই করেন ফাহাদ করিম। এ সময় দুই সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিও উপস্থিত ছিলেন। জানা গেছে, বাফুফে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আর্থিক সহায়তার খাত থেকে বলের পেছনে ব্যয় করত। এখন বলের পার্টনার পাওয়ায় সেই অর্থ অন্য খাতে ব্যয় করার পরিকল্পনা করছে। গত বছর বাফুফে তিন হাজারের বেশি মলটেন বল কিনেছিল। বাফুফের টেকনিক্যাল বিভাগের তথ্যানুযায়ী, বাফুফের বছরে চার হাজার বল ব্যবহারযোগ্য। এর পরও যদি বেশিসংখ্যক বল প্রয়োজন হয়, সেটি বাফুফে চাইলে অন্য কোম্পানির থেকে কিনতে পারে। এতে মলটেনের কোনো বাধা বা শর্ত নেই। বাফুফে প্রথমবারের মতো ফুটবল পার্টনার পেয়েছে। অন্য পার্টনারদের মতো মলটেনকে বাফুফে বিভিন্ন বোর্ডে জায়গা দেবে।