ইতালির চ্যাম্পিয়ন কে হচ্ছে

4
Spread the love


স্পোর্টস ডেস্ক

নিজেদের ম্যাচে নাপোলি জিতলে ও ইন্টার মিলান হেরে গেলে এক রাউন্ড আগেই সিরিএর শিরোপার নিষ্পত্তি হয়ে যেত। কিন্তু হলো না এর কিছুই। দুই দলই নিজ নিজ ম্যাচে ড্র করে আরও জমিয়ে তুলেছে প্রতিযোগিতাটি। তাই এখন শেষের রোমাঞ্চের অপেক্ষায় ইতালির শীর্ষ লিগের শিরোপার লড়াই।

পার্মার মাঠে রবিবার জিততে পারেনি নাপোলি। দুই দলের লড়াই গোলশূন্য ড্র হয়। একই দিন অন্য ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া হয় ইন্টার মিলানের। শেষ দিকে গোল হজম করে ঘরের মাঠে লাৎসিওর বিপক্ষে শিরোপাধারীদের লড়াই শেষ হয় ২-২ সমতায়।

নাপোলি ও ইন্টারের মধ্যে এখন ব্যবধান কেবল এক পয়েন্টের। ৩৭ ম্যাচে ২৩ জয় ও ১০ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। আর সমান ম্যাচে সমান জয় ও ৯ ড্রয়ে ৭৮ পয়েন্ট ইন্টারের। তাই নাপোলির শিরোপা পুনরুদ্ধার ও ইন্টারের শিরোপা ধরে রাখার জন্য শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত দুই দলই সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করলে শিরোপার জন্য তাদের লড়তে হবে প্লে-অফ ম্যাচে।

সিরিএর শেষ রাউন্ডের ম্যাচগুলো হবে আগামী রবিবার। সেদিন ছন্দে থাকা কোমোর মাঠে খেলবে ইন্টার। আর ঘরের মাঠে কাইয়ারির বিপক্ষে লড়বে নাপোলি। নাপোলি নিজের শেষ ম্যাচটি জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। হারলেও অবশ্য ইতালির সেরা হতে পারে তারা, এ ক্ষেত্রে তাদের কামনা করতে হবে কোমোর বিপক্ষে ইন্টারের পরাজয়। নাপোলি হারলে ও ইন্টার ড্র করলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। তখন শিরোপার জন্য লড়াই করতে হবে প্লে-অফে। আবার নাপোলি ও ইন্টার, দুই দলই যদি নিজেদের ম্যাচে ড্র করে তাহলে এক পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলবে নাপোলি। পার্মার বিপক্ষে এদিন জিততে মরিয়া ছিল নাপোলি।