ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী

7
Spread the love


অনলাইন ডেস্ক।।

পাকিস্তান-ভারত সামরিক সংঘর্ষ থামলেও দুপক্ষের মধ্যে কমেনি উত্তেজনা। দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান এই আঞ্চলিক পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার (১৯ মে) চীনে একটি সরকারি সফরে যাচ্ছেন।


রোববার (১৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে ইসহাক দার ২১ মে পর্যন্ত দুই দিনের বেইজিং সফর করবেন।

পররাষ্ট্র দপ্তরের বরাতে পাকিস্তানের গণমাধ্যম বলেছে, এই সফরে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে ওয়াং ইয়ের সাথে গভীর আলোচনা করবেন দার।

উভয় পক্ষ পাকিস্তান-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের ওপর মতবিনিময় করবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

পররাষ্ট্র দপ্তর বলছে, দারের সফর পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের আদান-প্রদানের অংশ। এটি সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য দুই দেশের যৌথ প্রতিশ্রুতির উপরও জোর দেয়।

এর আগে ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময়, চীন পাকিস্তানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে। এ ছাড়া চীন ও পাকিস্তানের মধ্যে স্থায়ী এবং সময়-পরীক্ষিত বন্ধুত্ব’ রয়েছে বলেও জানায় বেইজিং।

এদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ২০ মে পৌঁছাবেন চীনে।