বিএনপি নেতাদের আ.লীগ নেতার হুমকি:‘বউ নিয়ে ঘুমাতে পারবেন না’

13
Spread the love


খুলনাঞ্চল রিপোর্ট
এবার ফেসবুক লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের হুমকি দিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল (এসকে রুবেল)।
গত শুক্রবার লন্ডন থেকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট পরবর্তী দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে যে বিপথগামী করা হয়েছে তার পাল্টা জবাব দিতে রেডি বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে আবার ফিরে আসছি। ইনশাল্লাহ আমরা বিজয়ী হবো।
তিনি বলেন, আমাদের প্রতিপক্ষদের একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এই ৮-৯ মাসে তারা ব্যর্থ। ডামি হিসাবে তাদের সুযোগ দেওয়া হয়েছিল। এখন তারা না পারছে সফল হতে, না পারছে বর্তমান ইউনূস গংদের অংশীদার হতে। তাদের নেতা লন্ডন থেকে দেশে আসার পরিকল্পনা করছিল। এখন তাও বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনা অচিরেই দেশে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছর আপনাদের মতো যারা দায়িত্বে ছিলেন তাদের মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারও রেডি হন এর চেয়ে বড় ঘটনা ঘটবে।
পলাতক এ চেয়ারম্যান আরো বলেন, আমার ইউনিয়নে যারা অযথা নেতাকর্মীদের গ্রেপ্তার করিয়েছে তাঁদের উদ্দেশে সুস্পষ্ট বলি, ‘যদি ইয়াং হয়ে থাকেন বউ নিয়ে ঘুমাতে পারবেন না, বাবা-মা নিয়ে বাড়িতে থাকতে পারবেন না।’ তাঁর এমন বক্তব্যে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, লন্ডন প্রবাসী মো. সালা উদ্দিন কাদের রুবেল দেশে এসে গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে জয়লাভ করেন। তখন জাতীয় পার্টির প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে মামলাও করেছিলেন।

চেয়ারম্যান নির্বাচিত হয়েই তিনি হয়ে উঠেন বেপরোয়া। তার দাপটে পুরো ইউনিয়ন ছিল তটস্থ।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করে কারচুপির মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী পপিকে বিপুল ভোট বিজয়ী করার চেষ্টা করেন তিনি। কিন্তু প্রশাসন ওই কেন্দ্রটির ফলাফল স্থগিত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ওসি আব্দুল মালিক বলেন, তিনি তো লন্ডনে। আর লাইভের বিষয়টি জানা নেই। এখন খোঁজ নিয়ে দেখব তার লাইভে কে কে শেয়ার-কমেন্টস করেছেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব।