নারী কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলের দাবি

4
Spread the love

স্টাফ রিপোর্টার।।


নারী বিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া একাধিক প্রস্তাবনা কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করে কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে খুলনা মহিলা ফোরাম।


রোববার (১৮মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে নারী কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক নারী অংশ নেন।

খুলনা মহিলা ফোরামের আহ্বাবয়ক আইনজীবী সাখিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাতিমা হক লাকির পরিচালনায় বক্তারা সব পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, কমিশনের বেশ কিছু সুপারিশ সমাজ, রাষ্ট্র, ধর্ম এবং নারীকে পরষ্পর মুখোমুখি দাঁড় করিয়েছে। এসব প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিলের দাবি জানান তারা।