খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করায় বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

3
Spread the love


খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিটহাউজ ময়দানে অনুষ্ঠিত খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশ সফল করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।


রবিবার (১৮ মে) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় এই সমাবেশ অভূতপূর্ব জনসমুদ্রে পরিণত করা সম্ভব হয়েছে। সমাবেশে সব পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে তারুণ্যের সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। শনিবার বিকেলে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই সমাবেশ সফল করেছেন। সমাবেশে বিএনপি নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য বিএনপি খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জনস্রোতে আবারো প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি।


বিবৃতিদাতারা খুলনা-বরিশালের সর্বস্তরের জনগণ, পুলিশ প্রশাসন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, পেশাজীবীসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন খুলনা সিটি কর্পোরেশন, ওজোপাডিকো, ড্যাবের কর্মকতাদের প্রতি। একইসাথে সমাবেশকে কেন্দ্র করে নগরজুড়ে যানজট সৃষ্টিতে নগরবাসীর সামান্য ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। একইসাথে আগামী দিনেও বিএনপির সকল কর্মসূচিতে খুলনাবাসী বিএনপি’র সঙ্গে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।


বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।