স্টাফ রিপোর্টার।।
শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়ায় রোববার (১৮ মে) থেকে একাডেমিক কার্যক্রমের সঙ্গে প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতি। সোমবার (১৯ মে) দুপুর ১২টার মধ্যে শিক্ষকদের লাঞ্ছিতকারীদের বিচার সম্পন্ন না হলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
রোববার দুপুরে জরুরি সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানায় শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। যার কারণে কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের জেরে এখনও ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে কুয়েটে।