স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে গোল করেন তিনি। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল হুদা ফয়সাল।
বাংলাদেশ দুই গোলে লিড নিলে রক্ষণাত্মক খেলা শুরু করে। তবে বাংলাদেশ ডিবক্সে ঠিকই বলের চাপ বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল করে ব্যবধান ২-১ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।